১৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টারা শপথ নেবেন
- Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / 24
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সংযোজন
১৫ আগস্ট – অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আগামী শুক্রবার, ১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এই চার নতুন উপদেষ্টা তাদের দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। এতে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ২১ জনে।
নতুন চার উপদেষ্টা হলেন:
- ওয়াহিদ উদ্দিন মাহমুদ
- আলী ইমাম মজুমদার
- লে. ক. (অব.) জাহাঙ্গীর আলম
- মুহাম্মদ ফাওজুল করিম খান
এর আগে তিন দফায় শপথগ্রহণের মাধ্যমে ১৭ জন উপদেষ্টা যোগদান করেছেন। প্রথম দফায় ৮ আগস্ট ১৩ জন উপদেষ্টা শপথ নেন। ঢাকায় বা বিদেশে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। পরবর্তীতে ১১ আগস্ট সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন এবং সর্বশেষ ১৩ আগস্ট ফারুক-ই-আজম শপথগ্রহণ করেন।
এতদিনে, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও মন্ত্রিসভা বিলুপ্তির পর, পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং ৯ আগস্ট প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।