ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের উপসচিব পদে পদোন্নতি
- Update Time : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / 24
ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর, এই পদোন্নতি তার কঠোর পরিশ্রম ও সংগ্রামের স্বীকৃতি
আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তিনি নিজের ফেসবুক পেজে এই আনন্দের খবর জানান।
সারওয়ার আলম তার পোস্টে উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহর কৃপায়, তিনবার বঞ্চিত হওয়ার পর অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেলাম।”
সরকার ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়, কিন্তু ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে পদোন্নতির বাইরে রাখা হয়
২০০৮ সালের নভেম্বরে বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন সারওয়ার আলম। ২০১৪ সালের ১ জুন তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডারে কর্মরত থাকা সত্ত্বেও, পদোন্নতিতে প্রথম তিনবার বঞ্চিত হন তিনি।
পদোন্নতি বঞ্চনার পর সারওয়ার আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি উল্লেখ করেন যে চাকরিজীবনে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়াই করে অনেক কর্মকর্তাই পদোন্নতি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই যেন অপরাধ।
এই স্ট্যাটাসের পর সারওয়ার আলমকে বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হয়। ২০২১ সালের ৩০ জুন তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়।
এখন, অবশেষে উপসচিব পদে পদোন্নতি পাওয়ার মাধ্যমে, সারওয়ার আলম তার দীর্ঘকালীন সংগ্রাম ও প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করলেন।